ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাংসদ মো. এবাদুল করিম বুলবুল বলেছেন, ‘নবীনগরকে দাঙ্গামুক্ত করতে যা যা করার তা করা হবে। দাঙ্গাবাজ কাউকে ছাড় দেওয়া হবে না। তা সে যত শক্তিশালী হোক না কেন।’
গতকাল শুক্রবার সকালে খাগাতুয়া ভোরের বাজার বালুর মাঠে এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের মাসুদ মিয়াকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দাঙ্গা নিরসনের উদ্যোগের কথা জানিয়ে সাংসদ এবাদুল করিম বলেন, ‘প্রতিটি গ্রামে ঘরে ঘরে সার্চ করে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করতে হবে। দাঙ্গা থেকে সরে আসতে হবে। নতুন প্রজন্মকে অস্ত্র বাদ দিয়ে কলম ধরাতে হবে।’
মাসুদ হত্যার প্রসঙ্গে এবাদুল করিম বুলবুল বলেন, ‘হত্যাকারীদের স্বাভাবিক আইনে বিচার করলে বিচার হবে না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা প্রয়োজন। নবীনগরকে দাঙ্গাবাজ এলাকা হিসেবে চিহ্নিত থাকতে দেওয়া হবে না। এলাকার ঐতিহ্য ও সুনাম আবার ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন তা করা হবে।’
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের চরু মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক চেয়ারম্যান জিএস রুহুল আমীন, রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা ভিপি মারুফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন সাকিল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুকুল মাস্টার প্রমুখ।
এ সময় বক্তারা স্থানীয় সাংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মাসুদ হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার ও তাঁদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর সকালে মাসুদ মিয়াকে (৪০) প্রতিপক্ষের লোকজন হাত ও পায়ের রগ কেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।