হোম > ছাপা সংস্করণ

কখন থাইরয়েড পরীক্ষা করাতে হবে

ডা. মো. মাজহারুল হক তানিম

হরমোন হচ্ছে আমাদের শরীর থেকে নিঃসৃত একধরনের রস, যা শরীরের এক জায়গা থেকে নিঃসৃত হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন কাজ করে থাকে।

আমাদের শরীরে অনেক ধরনের হরমোন আছে, থাইরয়েড তেমনি একটি হরমোন, যা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। প্রজাপতি আকারের থাইরয়েড গ্রন্থি আমাদের গলার সামনে অবস্থিত।

থাইরয়েড হরমোন শরীরে যে কাজ করে
থাইরয়েড হরমোন আমাদের শরীরে নানাবিধ কাজ করে, এর মধ্য়ে উল্লেখযোগ্য হলো–

  • শিশুর মস্তিষ্ক গঠনে ভূমিকা রাখে।
  • শিশুর বেড়ে উঠতে সহায়তা করে।
  • শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
  • হৃৎপিণ্ডের গতি নিয়ন্ত্রণ করে।
  • অন্ত্রের নড়াচড়া নিয়ন্ত্রণ করে।
  • শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাবারের বিপাকীয় ক্রিয়া সাধন করে।
  • হাড়ের গঠনে ভূমিকা রাখে। গর্ভধারণ বা প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি হয় বিভিন্ন কারণে। একে বলে হাইপোথাইরয়েডিজম। অন্য দিকে শরীরে থাইরয়েড হরমোন বেড়ে গেলে তাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম।

হাইপোথাইরয়েডিজমের লক্ষণ

  • ওজন বেড়ে যাওয়া।
  • শরীরে ব্যথা-বেদনা হওয়া।
  • অতিরিক্ত ঠান্ডা অনুভূত হওয়া ও ঘুম ঘুম ভাব।
  • মাসিকে বেশি রক্তস্রাব হওয়া।
  • গর্ভধারণে সমস্যা হওয়া।
  • কোষ্ঠকাঠিন্য।
  • শিশুদের উচ্চতা কম হওয়া।
  • শরীর ফুলে যাওয়া। যেমন, চোখ ফোলা ফোলা দেখানো।
  • ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুল পড়া।

 

হাইপার থাইরয়েডিজমের লক্ষণ

  • অতিরিক্ত গরম লাগা, বেশি ঘাম হওয়া।
  • স্বাভাবিক খাওয়াদাওয়ার পরও ওজন কমে যাওয়া।
  • শরীর কাঁপা।
  • পাতলা পায়খানা হওয়া।
  • অনিয়মিত মাসিক বা গর্ভধারণে সমস্যা হওয়া।
  • ঘুম কম হওয়া।

 

কখন পরীক্ষা করাবেন?

ওপরের লক্ষণগুলো প্রকাশ পেলে একজন হরমোন বিশেষজ্ঞকে দেখাতে পারেন বা থাইরয়েড হরমোন পরীক্ষা করতে পারেন।

লেখক: ডা. মো. মাজহারুল হক তানিম, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ