হোম > ছাপা সংস্করণ

পরিবেশদূষণ রোধে মতবিনিময় সভা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ‘নদী দখল, শিল্পবর্জ্য দূষণ ও পরিবেশ সংকট রোধ’ বিষয়ক এক মতবিনিময় সভা হয়েছে। গত রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজনে এ সভা হয়।

সভায় বক্তারা বলেন, জেলার বিভিন্ন স্থানে অনুমোদনহীন এবং অপরিকল্পিতভাবে শিল্প কারখানা স্থাপন হচ্ছে। এসব কারখানায় উৎপাদিত বর্জ্য ছেড়ে দেওয়া হচ্ছে নদী-খাল-বিলে। এতে দূষিত হচ্ছে নদীর পানি। এ ছাড়া বিভিন্ন স্থানে নদী ও খাল দখল করে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান। জেলার সব কটি নদীরই করুন অবস্থা। দখল আর দূষণের কারণে জেলার খোয়াই, সুতাং, করাঙ্গী ও শাখা বরাকসহ ছোট-বড় সব নদীই মৃতপ্রায়।

বাপা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী।

বক্তারা প্রশাসনের কাছে দাবি জানান, হবিগঞ্জ শহর বর্তমানে আবর্জনা ও দুর্গন্ধের শহরে পরিণত হয়েছে। তাই জেলাবাসীর মৌলিক নাগরিক অধিকার সংরক্ষণে পুরোনো খোয়াই নদীর দখল উচ্ছেদ, শিল্পবর্জ্য দূষণ রোধসহ সার্বিক পরিবেশগত সংকট নিরসনে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ জরুরি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘জেলারপ্রায় সবগুলো নদীরই একই অবস্থা। কোনো নদীই এখন আর নদী নেই। সবগুলো খালে পরিণত হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী তীরবর্তী মানুষেরা। এ ছাড়া জেলা শহরের সবগুলো পুকুর-জলাশয় ভরাট হয়ে গেছে।’

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘হাওর-নদী সবকিছুই ভালো রাখতে হবে। আমরা উন্নয়ন করব, তবে পরিবেশকে ক্ষতি করে নয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ