দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মানুষের মধ্যে উচ্চ ঝুঁকিসম্পন্ন করোনার একটি বিশেষ জিন বেশি পাওয়া গেছে। জিনটির কারণে আক্রান্তদের ফুসফুস অকেজো হয়ে যাওয়া এবং মৃত্যুঝুঁকি বেশি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাজ্যের ‘দ্য নেচার জেনেটিকস’ নামের সাময়িকীকে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদন জানায়, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মানুষের প্রায় ৬৫, ইউরোপীয় বংশোদ্ভূতদের ১৫, আফ্রিকান-ক্যারিবীয়দের ২, পূর্ব এশীয় বংশোদ্ভূতদের ১ দশমিক ৮ শতাংশ মানুষের মধ্যে এ জিনটি পাওয়া গেছে।
বিবিসি জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন মলিকুলার প্রযুক্তি ব্যবহার করে এ জিন শনাক্ত করা হয়েছে। জিনটি এলজেডটিএফএল ১ নামে পরিচিত।