বৃষ্টির আম্মু কীভাবে তরমুজের জুস বানান, জানো? বাজার থেকে তরমুজ আনার পর সেটাকে টুকরো করে করে এয়ারটাইট বাটিতে ভরে তারপর ডিপফ্রিজে রাখা হয়। এরপর বৃষ্টির যখন জুস খেতে ইচ্ছে হয়, তখন সেই বাটি থেকে কয়েক টুকরো বরফ হয়ে যাওয়া তরমুজ বের করে পানি, চিনিসহ ব্লেন্ড করে নিলেই হয়ে যায় তরমুজের জুস। দারুণ মজা না?
এবার তরমুজ কাটার সময় বৃষ্টি মাকে বলল, ‘আমাকে বড় এক টুকরো কেটে দাও না মা। অর্ধেক চাঁদের মতো যে বড় টুকরা করো, ওই রকম।’
মা কেটে দিলেন। তারপর বৃষ্টি কী করল সেই অর্ধেক চাঁদের মতো তরমুজের টুকরো দিয়ে? চলো দেখি:
তরমুজের টুকরোটা টেবিলের ওপর রাখার পর বৃষ্টি ভাবল, এটা তো নৌকা! তারপর তরমুজের মাংসল অংশ কুকিজ কাটার দিয়ে গোল গোল করে কেটে নিল। এবার টুকরোর ওপরের একপাশে একটা স্ট্র গেঁথে নিল সে। এরপর একটা সাদা কাগজ তিন কোনা করে কেটে স্ট্রর ওপর লাগিয়ে নিল ঠিক এই ছবির তরিকায়। তার মনে হলো, পাল তুলে যাচ্ছে টুকটুকে লাল নৌকা।