সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন সাতজন। ওই সময়ে কেউ মারা যাননি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৯১৬টি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।
সিলেট বিভাগীয় পরিচালক সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা ও করোনা উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। এই সময়ে শনাক্ত হওয়া সাতজনের মধ্যে পাঁচজন সিলেট জেলার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৫৩ জন। হবিগঞ্জে ২৪, মৌলভীবাজারে ১৮ ও সিলেট জেলায় ১১ জন সুস্থ হয়েছেন।