হোম > ছাপা সংস্করণ

এসএসসি পাস জালাল করতেন অস্ত্রোপচারও!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কোনোমতে এসএসসি পাস করেছেন জালাল হোসেন। অথচ এমবিবিএস পাস চিকিৎসক সেজে চেম্বার খুলে ৭ বছর ধরে জটিল রোগের চিকিৎসা দিচ্ছিলেন। এমনকি করতেন অস্ত্রোপচারও।

গত সোমবার রাতে নগরীর বন্দর থানার কলসি দীঘির পাড় থেকে চিকিৎসক নামধারী ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে র‍্যাবের পক্ষ থেকে নগরীর পতেঙ্গা থানায় মামলা করা হয়। জালাল হোসেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী এলাকার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা গেছে, আটকের সময় জালালের কাছ থেকে ভুয়া চিকিৎসা সনদ, ভিজিটিং কার্ড, প্রেসক্রিপশন ও অস্ত্রোপচারের বিভিন্ন সারঞ্জাম জব্দ করা হয়।

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, এসএসসি পাসের পর জালাল আরকে ড্রাগ হাউজ নামে একটি ফার্মেসি খোলেন। সেখানে চেম্বার খুলে নিজেই রোগী দেখতেন। ব্যবস্থাপত্রে ব্যবহার করতেন এমবিবিএস ডিগ্রি। এরপর সেখানে লোকজনের জটিল রোগের চিকিৎসা ও অপারেশন করাতে থাকেন। দীর্ঘদিন ধরে লোকজনের সঙ্গে ভুয়া চিকিৎসার মাধ্যমে প্রতারণা করে আসছেন বলে আটকের পর স্বীকার করেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ