মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম। নির্বাচনে অনিয়ম এবং ভোট কারচুপির অভিযোগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের প্রধান সড়কে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম অংশ নেয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন, ডেপুটি কমান্ডার ও নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্মের মো. পারভেজ হোসেন ফারুক, আবুল কালাম আজাদ প্রমুখ। মানববন্ধনে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য ও মুক্তিযোদ্ধা প্রজন্মের সদস্যরা উপস্থিত ছিলেন।