হোম > ছাপা সংস্করণ

আসামি ইউপি সদস্যরা মামলা ১৯ দিন পর

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজীবপুরে স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনার ১৯ দিন পর মামলা নিয়েছে পুলিশ। রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ইউপি সদস্যদের বিরুদ্ধে দেওয়া অভিযোগ গত বুধবার রাতে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।

২৭ আগস্ট রাজীবপুর সদর ইউপিতে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক রফিকুলের ওপর হামলার ঘটনা ঘটে। এ নিয়ে ঘটনার দিনই থানায় লিখিত অভিযোগ দেন তিনি। কিন্তু পুলিশ তা মামলা হিসেবে নিবন্ধন করেনি।

মামলা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম।

মামলার আসামিরা হলেন, রাজিবপুর সদর ইউপির চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস, ১ নম্বর ওয়ার্ড সদস্য ফরিজল হক, ৩ নম্বর ওয়ার্ড সদস্য সাহাব উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সদস্য আ. হাই, ৬ নম্বর ওয়ার্ড সদ্য আবু সামা দেওয়ান, ৭ নম্বর ওয়ার্ড সদস্য শাহ আল, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য সাহিদা বেগম এবং তাঁর স্বামী মোস্তাফিজার রহমান।

মামলা সূত্রে জানা গেছে, ২৭ আগস্ট দুপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের অনলাইন ডাটাবেজ শুরু হয়। ডাটাবেজ তৈরিতে কোনো টাকা নেওয়ার নিয়ম না থাকলেও রাজীবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস ও ইউনিয়ন পরিষদের সদস্যরা মিলে হতদরিদ্রদের কাছ থেকে জনপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা আদায় করার অভিযোগ ওঠে। এ টাকা দিতে না চাইলে ইউপি চেয়ারম্যান মিরনসহ সদস্যদের সঙ্গে সুবিধাভোগীদের হট্টগোল বাধে। খবর পেয়ে সাংবাদিক রফিকুল ইসলাম, সহিজল ইসলাম, মুরাদুল ইসলাম মুরাদ ও আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার ভিডিও করছিলেন রফিকুল। এ সময় চেয়ারম্যান মিরনের নেতৃত্বে তাঁর ওপর হামলা চালায় ইউপি সদস্যরা। এতে আহত হন রফিকুল।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ