হোম > ছাপা সংস্করণ

হাফেজ তাকরীমকে জমকালো সংবর্ধনা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হওয়া টাঙ্গাইলের নাগরপুরের কোরআনের হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। হাফেজ তাকরীম উপজেলার ভাদ্রা গ্রামের মাওলানা আব্দুর রহমানের ছেলে।

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি মুসলিম দেশ অংশ নেয়। এই প্রতিযোগিতায় নাগরপুরের কৃতী সন্তান ১৩ বছর বয়সী হাফেজ তাকরীম তৃতীয় স্থান অর্জন করে। তার অর্জনে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এতে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী, তাকরীমের বাবা মো. আবদুর রহমান প্রমুখ।

তাকরীমের সম্মানে জেলা প্রশাসক ১ লাখ, টাঙ্গাইল পুলিশের পক্ষে পুলিশ সুপার ১ লাখ ও উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও ৫০ হাজার টাকা সম্মাননা দেন। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

 এর আগে গত মঙ্গলবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাকে সংবর্ধনা দেয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ সময় তার হাতে দুই লাখ টাকার চেক ও সম্মাননা স্মারক দেন ধর্ম প্রতিমন্ত্রী। সংবর্ধনা অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ড. ফরিদুল হক খান বলেন, ‘আমরা বিজয়ী জাতি। আমাদের জাতিকে বিশ্বের দরবারে উপস্থাপন করেছেন হাফেজ সালেহ আহমাদ তাকরীম।’

উল্লেখ্য বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে এ বছর ১১৮ জন হাফেজকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পাঠিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন। তাঁদের মধ্যে ৯৬ জন বিভিন্ন পর্যায়ে বিজয়ী হয়ে এসেছে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ