পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা মেনে পারকি সৈকতে আটকে পড়া ক্রিস্টাল গোল্ড জাহাজ কাটার অনুমতি দিয়েছে মনিটরিং কমিটি। গতকাল বুধবার দুপুরে মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে বৈঠক শেষে জাহাজ কাটার অনুমতি দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. ফেরদৌস আনোয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে উপসহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ, বাংলাদেশ মেরিন একাডেমির প্রতিনিধি ক্যাপ্টেন সাবির মাহমুদ, সড়ক ও জনপথ বিভাগের উপ প্রকৌশলী সালেহ্মোহাম্মদ ফয়সাল, রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহিম।
বৈঠক শেষে কমিটির সদস্যরা পারকি সৈকতে জাহাজ কাটার স্থান পরিদর্শন করেন।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. ফেরদৌস আনোয়ার বলেন, গতকাল মনিটরিং কমিটির বৈঠক শেষে কমিটির সদস্যদের নিয়ে জাহাজ কাটার স্থান পরিদর্শন করা হয়। এ সময় ঠিকাদার প্রতিষ্ঠানকে সরকারের নির্দেশনা মেনে জাহাজ কাটার অনুমতি দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, গত শনিবার মনিটরিং কমিটিকে না জানিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জাহাজ কাটা শুরু করলে রোববার কাজ বন্ধ করে দেওয়া হয়। গতকাল এ বিষয়ে মনিটরিং কমিটির বৈঠক ডাকা হয়। সভার সিদ্ধান্তের অনুযায়ী সরকারের নির্দেশনা মেনে ঠিকাদার প্রতিষ্ঠানকে জাহাজ কাটার অনুমতি দেওয়া হয়েছে।