হোম > ছাপা সংস্করণ

জয়িতাদের সংবর্ধনা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়ার জন্মদিনে রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে বরিশালের বিভিন্ন উপজেলায়। এ ছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিনিধিদের পাঠানো খবরে।

মুলাদী: গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে সফল ৫ নারীকে সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মাদ হোসাইনী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহারিন আফরোজ জানান, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলায় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে রেখা আক্তার, শিক্ষা ও চাকরিতে সফল সুমি আক্তার, সফল জননী মাহিনুর বেগম, নির্যাতনের বিভীষিকা জয়ী তাছলিমা আক্তার এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় নাজমা বেগমকে ক্রেস্ট, সম্মাননাপত্র দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান।

হিজলা: হিজলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টার সময় উপজেলা হলরুমে এ অনুষ্ঠান হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী। অনুষ্ঠান শেষে ৫ জয়িতা নারীকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের মধ্যে অর্থনৈতিক স্বাবলম্বী নারী হিসেবে হনুফা বেগম, শিক্ষা ও চাকরিতে সীমা ইয়াসমিন, সফল জননী হিসেবে পেয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করা নার্গিস বেগম, সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখায় কেয়া চৌধুরী সম্মাননা পান।

আগৈলঝাড়া: আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ জন জয়িতা নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

সমাজ উন্নয়নে অবদান রাখায় বাকাল (তেতলা) গ্রামের নিবেদিতা হালদার, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যর জন্য আন্ধারমানিক গ্রামের কনিকা বিশ্বাস, শিক্ষা ও চাকরিতে অবদানের জন্য চেঙ্গুটিয়া গ্রামের লিজা তালুকদার, সফল জননী হিসেবে পূর্ব মোল্লাপাড়া গ্রামের শান্তি লতা হালদার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় ফুল্লশ্রী গ্রামের সুমা আক্তারকে সংবর্ধনা শেষে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

বানারীপাড়া: গতকাল বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা। বিভিন্ন বিভাগে সম্মাননা পাওয়া ৫ জয়িতা হলেন সফল জননী রুমা বেগম, সমাজ উন্নয়নে অবদান রাখায় জাকিয়া পারভীন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী ফিরোজা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় নাজমিন বেগম, শিক্ষা ও চাকরিতে লাইজু।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ