ঘাটাইল উপজেলার নাগবাড়ি গ্রামে প্রাইভেটকারের ধাক্কায় শিউলি বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। শিউলি বেগম উপজেলার রৌহা গ্রামের বাসিন্দা।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোরে তিনি হাঁটতে বের হন। এ সময় টাঙ্গাইল-গোপালপুর সড়ক পার হওয়ার সময় গোপালপুরগামী একটি দ্রুতগামী প্রাইভেটকার তাঁকে ধাক্কা দেয়। এতে শিউলি বেগম আহত হন। পরে পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) আপেল মাহমুদ বলেন, দুর্ঘটনা সম্পর্কে জেনেছি। শিউলি বেগমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।