হোম > ছাপা সংস্করণ

তাড়াশে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এফ কবির চৌধুরীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে ইউনিয়নের ধামইচ হাট মসজিদের অজুখানায় এ হামলার ঘটনা ঘটে। তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এফ কবির চৌধুরী নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীর পক্ষে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মোনায়েম হোসেন জেমস বিদ্রোহী প্রার্থী জুলফিকার আলী ভূট্টর পক্ষে নির্বাচনী প্রচার করেন। গত ১ জানুয়ারি সন্ধ্যায় নৌকার প্রার্থী নজরুলের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী জুলফিকার আলীর সমর্থকদের হট্টগোল হয়। এ সময় ১০টি মোটরসাইকেল ভাঙচুরসহ ১৫-২০ জন আহত হয়। সেই ঘটনার জের ধরেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির চৌধুরীর ওপর হামলা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

জানা গেছে, মঙ্গলবার মাগরিবের নামাজের জন্য এফ কবির চৌধুরী মসজিদে অজু করতে গেলে তাঁর ওপর অতর্কিত হামলা করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে জখম হন। তাঁর মাথায় পাঁচটি ও পায়ে চারটি সেলাই দেওয়া হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মোনায়েম হোসেন জেমস।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, ‘এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ