ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন শ্রমিক লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে প্রায় তিন ঘণ্টা ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে ইলিশা ইউনিয়ন পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন এই হামলার কথা অস্বীকার করে বলেছেন, হামলার নাটক সাজানো হয়েছে।
নৌকার পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. সরোয়ার্দীর কর্মী মো. মহসিনের ওপর স্বতন্ত্র বিজয়ী চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটনের কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ। এর প্রতিবাদে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইলিশা বাজার বটতলা এলাকায় ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করা হয়।
পরে জেলা পুলিশ ও ডিবি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. সরোয়ার্দী বলেন, ‘শুক্রবার বিকেলে শ্রমিক লীগ নেতা মহসিন ইলিশা ঘাট থেকে ফিরছিলেন। পথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা তাঁর ওপর হামলা চালান। এ খবর ছড়িয়ে পড়লে নৌকার সমর্থকেরা ভোলা-বরিশাল সড়ক অবরোধ করেন। এ হামলার বিচার দাবি করছি।’
নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তাঁরা বিভিন্ন নাটক করছেন। ভোটের দুই দিন আগে আমাকে লক্ষ্য করে তাঁরা গুলি করেন। আমার কর্মী-সমর্থক ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন তাঁরা। আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে নাটক সাজানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘৫ জানুয়ারি ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। জনগণ নৌকার প্রার্থীকে মেনে নিতে পারেননি। তাই আমার বিরুদ্ধে এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক।’
ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।’