আফগানিস্তানের অর্থনৈতিক ও মানবিক সংকট পরিস্থিতি নিয়ে গতকাল রোববার থেকে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দুই দিনব্যাপী এক বিশেষ সম্মেলন শুরু হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলমান এ সম্মেলনে সংস্থাটির ৫৭ সদস্যের বাইরে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
আন্তর্জাতিক মহল শিগগির ব্যবস্থা না নিলে আফগান পরিস্থিতি দ্রুত বিশৃঙ্খল হয়ে পড়বে বলে উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগান শরণার্থী সংকট ও ইসলামিক স্টেটের সহিংসতা কারও জন্য মঙ্গলজনক হবে না বলেও মন্তব্য করেন তিনি।