হোম > ছাপা সংস্করণ

‘ভোটার টানতে’ কাল দুই প্যানেলের ভূরিভোজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শেষ মুহূর্তে জমে উঠেছে চিটাগাং ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) নির্বাহী কমিটির নির্বাচন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, পার করছেন ব্যস্ত সময়। ৯ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন।

কাল সোমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলের পরিচিতি সভা নগরীর আলাদা দুটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এটি নামেই পরিচিতি সভা, আসলে ভোটারদের টানতেই দুপক্ষই ভূরিভোজের আয়োজন করছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচনের প্রধান নির্বাচন মো. নুরুল ইসলাম বলেন, ৯ মার্চ চিটাগাং ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর লেডিস ক্লাবে চলবে ভোট গ্রহণ। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২ হাজার ৮৮৪টি প্রতিষ্ঠানের একজন করে প্রতিনিধি ভোট দিতে পারবেন।

জানা গেছে, নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এদের মধ্যে বর্তমান ক্ষমতাসীন সমমনা পরিষদ (আকতার-বাচ্চু-বিলু)। অন্যটি হলো সায়েদুজ্জামান-সাজ্জাদ-আজিম প্যানেল।

সরেজমিন দেখা গেছে, প্রার্থীরা ভোটারদের অফিসে ভোটের জন্য ধরনা দিচ্ছেন। কেউবা প্রচারের জন্য বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে। প্রার্থীরা ইতিমধ্যে ঢাকা ও বেনাপোল গিয়ে প্যানেল পরিচিতি সভা সম্পন্ন করেছেন। কাল সন্ধ্যায় সমমনা পরিষদের (আকতার-বাচ্চু-বিলু পরিষদের) পরিচিতি সভা নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। আর সায়েদুজ্জামান-সাজ্জাদ-আজিম প্যানেলের পরিচিতি সভা কাল সন্ধ্যায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

সমমনা পরিষদের প্রথম সহসভাপতি প্রার্থী (বর্তমান সাধারণ সম্পাদক) মো. আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, ‘যেখানে সমস্যা সেখানেই সমাধান—এই নীতিতে আমরা সাধারণ সদস্যদের পাশে ছিলাম। ভবিষ্যতেও আমরা তাঁদের পাশে থাকব। কারোনার সময় একদিনের জন্যও আমরা কাস্টমস হাউস ছেড়ে যাইনি। দিনরাত চিকিৎসাসামগ্রী নিয়ে সদস্যদের পাশে ছিলাম। এ জন্য আমি আশাবাদী, এবারও বিপুল ভোটে সমমনা পরিষদকে বিজয়ী করবেন সদস্যরা। এ ছাড়া লাইন্সেসিং বিধিমালার কালাকানুন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের জন্য কাজ করব।’ তিনি ভোটারের গুজব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

সায়েদুজ্জামান-সাজ্জাদ-আজিম প্যানেলের অর্থ সম্পাদক প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের হারানো গৌরব পুনরুদ্ধারের জন্যই নির্বাচন করছি। বর্তমান পরিষদ সদস্যদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারেনি। জয়ী হলে আমরা কাস্টমস হাউস ও বন্দরের সিঅ্যান্ডএফের ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করব।’

ভোটারদের দেওয়া আমন্ত্রণপত্রে প্রীতিভোজের কথা লেখা আছে। অবশ্য দুই প্যানেলের কেউ ভূরিভোজের জন্যই এই সভা, সেটি মানতে রাজি নন। তবে নাম প্রকাশ না করার সত্ত্বে দুপক্ষের হয়ে কাজ করছেন এমন কয়েকজন আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে নির্বাচনের আগে ভোটারদের ভালোমন্দ খাওয়ানোর জন্যই এ অনুষ্ঠান। কোনো প্যানেল ভালো করে খাওয়াতে পারে, সেই প্রতিদ্বন্দ্বিতাও হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ