খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক মো. শানে আলম সাক্ষরিত এক পত্রে গত সোমবার ১৫ সদস্যের কমিটিকে দুই বছরের জন্য অনুমোদন দেন।
এতে দল নেতা থোয়াইঅং প্রু মারমা, উপদল নেতা মো. আব্দুল আউয়াল ও মো. হাবিবুর রহমান, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান মো. আবু জাফর, উপপ্রধান মো. রবিউল হাসান; সেবা ও স্বাস্থ্য বিভাগীয় প্রধান কংহ্লাচাই মারমা, উপপ্রধান ক্রাজাই মারমা।
এ ছাড়া প্রশিক্ষণ বিভাগীয় প্রধান আহাদান সওদাগর, উপপ্রধান জোবাইয়ের হোসেন; রক্ত বিভাগীয় প্রধান রাশেদুল ইসলাম, উপপ্রধান মো. ইয়াছিন; বন্ধুত্ব বিভাগীয় প্রধান মুনির হোসেন, উপপ্রধান আব্দুর রহমান, ক্রীড়া বিভাগীয় প্রধান মনির হোসেন, উপপ্রধান সাদিয়া সুলতানা মিতু নির্বাচিত হয়েছেন।