ফরম ফিলাপ বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। গতকাল শনিবার বরিশাল বিএম কলেজের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তারা প্রশাসনিক ভবন আটকে অবস্থান নেন তারা।
শিক্ষার্থীদের দাবি, কর্তৃপক্ষ দেড় হাজার টাকা বাড়তি নিচ্ছে। এর প্রতিবাদে সকাল থেকে কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থী তামজিদ হোসাইন বলেন, ‘সরকারি বরিশাল কলেজ এবং হাতেম আলী কলেজে স্নাতক চতুর্থ বর্ষের ফরম ফিলাপের ফি মাত্র ৪ হাজার ৮২০ টাকা। কিন্তু বিএম কলেজ কর্তৃপক্ষ ধার্য করেছে ৬ হাজার ২৭০ টাকা। বিজ্ঞান বিভাগের ফি আরও বেশি।’
অপর শিক্ষার্থী খায়রুল ইসলাম খোকন বলেন, ‘গত বছর ৪ হাজার টাকা দিয়ে ফরম ফিলাপ করেছি। সেখানে এ বছর ৬ হাজার ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। যা পুরোপুরি অযৌক্তিক।’
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সায়েম হোসেন বলেন, ‘করোনার কারণে সংকটে আছি। পরিবার থেকে আগে যেভাবে টাকা দিতো, তেমনটা এখন দিচ্ছে না। এর মধ্যে ফরম ফিলাপের অতিরিক্ত ফি মরার ওপর খাঁড়ার ঘা।’
বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া বলেন, ‘শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করেছে। তাদের সঙ্গে আলোচনা করে টোকেন হিসেবে কিছুটা কমিয়েছি। যাদের বেশি সংকট তাদের দরিদ্র তহবিল থেকে সহায়তা করা হবে। ফি কমানোর প্রতিশ্রুতি পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন।’