হোম > ছাপা সংস্করণ

দারিদ্র্যও দমাতে পারেনি হারুনের অদম্য মনোবল

আরিফ আহম্মেদ, গৌরীপুর

অভাবের তাড়নায় পড়াশোনা করতে না পারার একটা আক্ষেপ ছিল হারুনের মনে। তবে তিনি হাল ছাড়েননি। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা করে ২৪ বছর বয়সে এবার এসএসসি পাস করেছেন। ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জিপিএ-২.৮৬ পেয়ে এসএসসি পাস করেন। এইচএসসিতেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন বলে জানান হারুন।

এর আগে বীর মুক্তিযোদ্ধাদের জন্য অর্ধেক দামে চা, সেরা চা গ্রাহককে সম্মাননা ও মাদকবিরোধী প্রচারণায় নেমে প্রশংসা কুড়িয়েছেন চা বিক্রেতা মো. হারুন মিয়া। ব্যতিক্রমধর্মী এসব উদ্যোগের জন্য শহরে আলাদা পরিচিতিও পেয়েছেন এই চা দোকানি।

হারুনের বাড়ি গৌরীপুর পৌর শহরের সতীষা গ্রামে। পরিবারে অভাব-অনটনের কারণে ২০১০ সালে মাধ্যমিক পর্যায় থেকে পড়াশোনার ইতি ঘটে তাঁর। সংসারের হাল ধরতে ২০১৪ সালে পৌর শহরের কালীখলা এলাকায় চায়ের দোকান খোলেন তিনি। চা বিক্রির পাশাপাশি দোকানে বসে বিভিন্ন ধরনের বই পড়তেন হারুন।

পড়ার প্রতি তাঁর এই আগ্রহ দেখে শিক্ষক এমদাদুল হক, আব্দুল মালেক ও সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টুর অনুপ্রেরণায় ২০১৯ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হারুন। চা বিক্রির পাশাপাশি রাতে পড়াশোনা করে এসএসসি পাস করেন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটর আব্দুল মালেক বলেন, অষ্টম শ্রেণি পাস করে ঝরে পড়া শিক্ষার্থীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারেন। এ ক্ষেত্রে বয়সের কোনো বাঁধা নেই। এ সুযোগের কারণেই হারুন ২৪ বছর বয়সে এসে এসএসসি পাস করেছে। তিনি তাঁর সাফল্য কামনা করেন।

হারুন মিয়া জানান, অভাবের তাড়নায় স্কুল ছাড়লেও তিনি হাল ছাড়েননি। স্বপ্ন ছিল স্বাবলম্বী হয়ে ঘুরে দাঁড়াবেন। এখন নিজের উপার্জনে পড়াশোনা করে এসএসসি পাস করেছেন। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা চালিয়ে স্নাতক সম্পন্ন করাই এখন তাঁর স্বপ্ন।

হারুনের বাবা আব্দুল জব্বার পেশায় সবজি বিক্রেতা। মা রহিমা খাতুন গৃহিণী। ছয়-ভাই বোনের মধ্যে হারুন পঞ্চম। এর মধ্যে চার ভাই-বোন বিয়ে করে আলাদা হয়েছেন। ছোট বোন চলতি বছর এইচএসসি পাস করেছেন। চা বিক্রি করে সংসারের হাল ধরার পাশাপাশি ছোট বোনের লেখাপড়ার খরচ চালান হারুন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ