বরগুনার বেতাগী উপজেলার কুমড়াখালী শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ উঠেছে।
অনিয়মের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সামনে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি স্বদেশ কুমার রায় সুব্রতরের বিরুদ্ধে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অভিভাবক আব্দুস সোবাহান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুস সালাম, ইউপি সদস্য সুমন কুমার রায়, বরখাস্তকৃত শিক্ষক শিকা রানীসহ স্থানীয় অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগের সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন এবং বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন, বরগুনা জেলা প্রশাসক, শিক্ষা
বোর্ডের কর্মকর্তা ও অন্যান্য জনপ্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।