হোম > ছাপা সংস্করণ

ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রতিবাদ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবের ইকবাল হোসেন নামের ব্যবসায়ীকে মিথ্যা মামলায় আসামি করে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ব্যবসায়ী, যুবসমাজ ও এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে ভৈরবের কমলাপুর সরকার বাড়ি জামে মসজিদ সড়কে এই মানববন্ধন হয়। এতে অংশ নেন কমলাপুর এলাকার ব্যবসায়ী ও এলাকাবাসীরা।

মো. ইকবাল হোসেন ইয়াকুব বলেন, ‘গত ২৮ সেপ্টেম্বর বিকেলে একটি দুর্ঘটনা ঘটে। নাঈম হাসান নাহিদ ১০ বছরের এক শিশুর পরিবার আমার প্রতিষ্ঠানের সামনের ভবনের নিচতলায় ভাড়া থাকত। কাছাকাছি হওয়ার প্রায়ই নাঈম ওয়ার্কশপের আসত। ঘটনার দিন বিকেলেও ওয়ার্কশপে ঢুকে সে ড্রিল মেশিনের কাজ দেখছিল। ওই সময় কর্মচারী তাজুল ইসলাম অটো ড্রিল মেশিনে কাজ করার সময় পেছনে দাঁড়িয়ে থাকা নাঈমের হাত ড্রিল মেশিনে পেচিয়ে যায়। গুরুতর আহত নাইমকে হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে তার হাতের কবজি অপারেশনের মাধ্যমে কেটে ফেলেন চিকিৎসকেরা। কিন্তু আমার বিরুদ্ধে করার জন্য মিথ্যা মামলা করেছেন নাঈমের চাচা শাহ পরান।’

ইকবালের দাবি, প্রকৃত ঘটনাকে আড়াল করে থানায় মামলা করারা পর মনগড়া প্রতিবেদন (চার্জ সিট) দেওয়া হয়েছে আদালতে।

এ নিয়ে জানতে মামলার বাদী ও নাঈমের চাচা শাহ পরানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর মন্তব্য জানা যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান ভূঁইয়া বলেন, ‘এ ব্যাপারে মামলার চার্জ সিট দেওয়া হয়েছে। আদালতে বিচারাধীন মামলার বিষয়ে আর কোনো কথা বলতে রাজি নই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ