দেলদুয়ারে ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেলদুয়ার উপজেলার চেয়ারম্যান, ইউপি ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।