ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন সদরপুর-পিয়াজখালী সড়ক পরিদর্শন করেছেন। এ ছাড়া সদরপুরে শেখ রাসেল স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করেছেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে নিক্সন এসব পরিদর্শনে আসেন।
এ সময় তিনি কর্তৃপক্ষকে নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ বিভিন্ন নেতা–কর্মীরা।
সড়ক পরিদর্শনকালে নিক্সন বলেন, সদরপুর–পিয়াজখালীর পাঁচ কিলোমিটার আঞ্চলিক সড়কটির পিচ উঠে গত দুই–তিন বছর ধরে বেহাল অবস্থায় আছে। সংস্কারের জন্য টেন্ডার (দরপত্র) দেওয়া হলেও দুর্নীতির দায়ে ঠিকাদার জেল-হাজতে যাওয়ায় কাজ বন্ধ রয়েছে। সড়কটিতে যানবাহন চলাচলের জন্য নিজস্ব তহবিল থেকে কাজ করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
সাংসদ নিক্সন বলেন, ‘স্টেডিয়াম মাঠ নির্মাণ করে ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলায় ফিরিয়ে আনার জন্যই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।’