হোম > ছাপা সংস্করণ

সড়কজুড়ে খানাখন্দ, দুর্ভোগ

কামাল হোসেন সরকার, হোমনা

হোমনা-গৌরীপুর সড়কের পঞ্চবটি পর্যন্ত ৫ কিলোমিটার অংশের বিভিন্ন জায়গায় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কের এই অংশটুকু সড়ক ও জনপথের (সওজ)। বৃষ্টি হলেই এসব খানাখন্দে পানি জমে যায়। যা সাত-আট দিনেও শুকায় না। সড়কে চলাচলকারী যানবাহন চালক ও ভুক্তভোগী সাধারণ মানুষ এই কথা জানান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটির হোমনা বাসস্ট্যান্ড এলাকা, কাঠেরপুল, ছিনাইয়া ও পাচর এলাকার অবস্থা বেশি খারাপ। এ সড়ক ব্যবহার করেই হোমনা, মেঘনা, মুরাদনগর ও বাঞ্ছারামপুর উপজেলার লোকজন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে।

এ সড়কের একজন ট্রলিচালক জীবন মিয়া জানান, সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের কারণে সড়কে প্রতিনিয়ত চলাচলকারী লোকজন ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায়ই যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ছাড়া সড়কের অবস্থা খারাপ হওয়ায় ব্যবসায়ীদেরও অতিরিক্ত ভাড়া দিয়ে পণ্যসামগ্রী আনা-নেওয়া করতে হচ্ছে।

যাতায়াতকারী বাতেন, মনির, সালাহ উদ্দিন বলেন, আগে হোমনা থেকে পঞ্চবটির সিএনজি ভাড়া ছিল ১০ টাকা। এখন সড়ক খারাপ থাকার অজুহাতে চালকেরা ভাড়া নিচ্ছেন জনপ্রতি ১৫ টাকা। এতে অনেক যাত্রী সড়ক খারাপ হওয়ায় কোনো কথা না বলেই চালকদের ৫ টাকা বাড়তি ভাড়া দিয়ে দিচ্ছেন।

আবার অতিরিক্ত ভাড়া নেওয়াকে কেন্দ্র করে যাত্রী ও চালকদের মধ্যে অনেক সময় তর্ক-বিতর্ক থেকে মারামারির ঘটনাও ঘটে থাকে।

স্থানীয় বাসিন্দা ও হোমনা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম বলেন, ‌’হোমনা ওভারব্রিজ থেকে ৩০০ মিটার দক্ষিণে সড়কের পাশেই আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আমার প্রতিষ্ঠানের সামনের সড়কে পিচ ঢালাই উঠে গিয়ে অনেক বড় গর্তের সৃষ্টি হয়েছে। এমন কোনো দিন নেই যে, এসব গর্তে দুর্ঘটনা ঘটে না। জরুরি ভিত্তিতে, যত তাড়াতাড়ি সম্ভব সড়কটি সংস্কার করা প্রয়োজন।’

সড়ক ও জনপথের কুমিল্লা অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুস সাকিব বলেন, ‘মাত্র দুই মাস হলো আমি এখানে এসেছি। সরেজমিনে গিয়ে দেখেছি, সড়কটির অবস্থা খুবই খারাপ। এ ছাড়া সড়কের অনেক জায়গা অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। যার কিছু অংশ দখলমুক্ত করা হয়েছে। বাকি অংশ দখলমুক্ত করার চেষ্টা চলছে। সড়ক সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি, চলতি অর্থবছরেই সংস্কার কাজ করতে পারব ইনশা আল্লাহ।’

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, সড়কটি সংস্কারের ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, সংস্কার হবে, তবে একটু সময় লাগবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ