হোম > ছাপা সংস্করণ

ছাত্রলীগের বিক্ষোভ

গফরগাঁও প্রতিনিধি

গফরগাঁও সরকারি কলেজে ‘ইটের প্রাচীর নির্মাণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অবরুদ্ধ’ করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার কলেজের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এর আয়োজন করে। তবে এটি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে বলে জানিয়েছেন অধ্যক্ষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মণ্ডল, পৌরসভা ছাত্রলীগের সভাপতি শাকিব মাহমুদ সিয়াম, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন তানভীর, কলেজ শাখা ছাত্রলীগের শাহরীয়ার সীমান্ত প্রমুখ।

মানববন্ধনে ছাত্রলীগ নেতারা বলেন, ‘ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে জাতির জনকের কোনো প্রতিকৃতি ছিল না। চলতি বছরের শুরুর দিকে কলেজ মাঠের পূর্ব প্রান্তে কলা ভবনের সামনে প্রতিকৃতি নির্মাণ করা হয়। কিন্তু কলেজ অধ্যক্ষ প্রতিকৃতির সামনে বাগানের নাম করে দেয়াল তুলে সৌন্দর্য নষ্ট করতে চাচ্ছেন।’

বক্তারা আরও বলেন, ‘শহীদ মিনার ও প্রতিকৃতি পাশে না করে মাঠের অপর প্রান্তে করতে চেষ্টা করছেন।’ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিকৃতির সৌন্দর্যবর্ধনে গ্রহণযোগ্য পরিকল্পনা নেওয়ার দাবি জানান ছাত্রলীগের নেতা–কর্মীরা।

এ বিষয়ে গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ কাজী ফারুক বলেন, ‘এটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। সৌন্দর্যবর্ধনের জন্য কমিটি করে দেওয়া হয়েছে। তারা কাজ করেছে। মূলত মাটি আটকানোর জন্য এক ফুট দেয়াল করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ