একসময় মানুষ উচ্চশিক্ষার জন্য শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার দেশগুলোতে পাড়ি জমাত। কিন্তু এখন ধীরে ধীরে মানুষের পছন্দের পরিবর্তন ঘটছে। বর্তমানে শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ স্পেন। ইউরোপের অন্যতম দেশ স্পেনের শিক্ষার মান খুবই উন্নত এবং এর ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। স্পেনে অনেক ইউনিভার্সিটি রয়েছে, যেগুলো র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে।
স্পেনে ৩ স্তরে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়তে যেতে পারে।
যেসব বিষয় নিয়ে পড়া যাবে:
স্কলারশিপ
স্প্যানিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর প্রতিবছর গড়ে টিউশন ফি বাবদ ৬০০ থেকে ১ হাজার ৩০০ ইউরো পর্যন্ত খরচ হতে পারে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই খরচ ৫ হাজার থেকে ১৮ হাজার ইউরো। সাধারণত প্রতি ক্রেডিট হিসেবে টিউশন ফি ধরা হয়। ১ ক্রেডিট টিউশন ফি নন-ইউরোপিয়ান ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ৫৫-৮০ ইউরো। স্পেনের সরকারি, বেসরকারি প্রায় সব ধরনের বিশ্ববিদ্যালয়েই রয়েছে স্কলারশিপের সুবিধা। Spain Government Scholarships, UIC Barcelona Scholarship, European University of the Atlantic সহ আরও বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে। কোনোটিতে ফুল ফান্ড নিয়ে পড়া যায়। আবার কোনোটিতে পারশিয়াল ফান্ডিং দেওয়া হয়।
আবেদন করতে যা যা লাগবে
থাকা-খাওয়া
স্পেনের অনেক বিশ্ববিদ্যালয়েই আবাসনের ব্যবস্থা রয়েছে। এখানে থাকলে আবাসন খরচ অনেকটা কম পড়ে। আর বাইরে থাকলে ৩০০ ইউরোর মতো খরচ হয়। শহরভেদে যার তারতম্য হয়ে থাকে। স্পেনে পড়াশোনা অবস্থায় সপ্তাহে মোট ২০ ঘণ্টা কাজ করার অনুমতি দেওয়া হয়। স্প্যানিশ আর ইংরেজি এই দুই ভাষাতেই দক্ষ হলে ভালো স্যালারিতে কাজ পাওয়া যায়। স্পেনে পড়ালেখা শেষে স্থায়ী বসবাসের আবেদনের জন্য পাঁচ বছর একটানা থাকতে হবে। আর নাগরিকত্বের আবেদনের জন্য বৈধভাবে টানা ১০ বছর থাকতে হবে।