হোম > ছাপা সংস্করণ

সাম্প্রদায়িকতা রুখতে ছড়া উৎসব কিশোরগঞ্জে

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সাম্প্রদায়িকতা রুখতে তিন দিন ব্যাপী ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শহরের সমবায় কমিউনিটি সেন্টারে এ উৎসব শুরু হয়। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে ছড়া উৎসব উদ্বোধন করেন কিশোরগঞ্জ ৪ আসনের সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক।’ বজ্র কণ্ঠে ছড়ার ডাক, সাম্প্রদায়িকতা নিপাত যাক’ এই স্লোগান নিয়ে হচ্ছে এই উৎসব। কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদ এই উৎসবের আয়োজন করে। তিন দিনের এ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা শেষ হবে আগামী শনিবার।

গতকাল বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তিন দিনের নানা কর্মসূচির শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ ও ভারতের ছড়াকার, কবি, সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়।

ভারতের শিশু সাহিত্যিক তারাশংকর চক্রবর্তী এ ছড়া উৎসবে এসেছেন। তিনি বলেন, ‘এ দেশে যখন আসি তখন ভুলে যাই সীমানা প্রাচীর ও কাঁটাতারের বিভাজন। এ ছড়া উৎসব আমাদেরও প্রাণের স্পন্দন। কিশোরগঞ্জে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়সহ অনেক গুনি মানুষ জন্ম নিয়েছেন। এই ভূমিতে দাঁড়িয়ে আমরাও গর্ব অনুভব করি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ