কিশোরগঞ্জে সাম্প্রদায়িকতা রুখতে তিন দিন ব্যাপী ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শহরের সমবায় কমিউনিটি সেন্টারে এ উৎসব শুরু হয়। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে ছড়া উৎসব উদ্বোধন করেন কিশোরগঞ্জ ৪ আসনের সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক।’ বজ্র কণ্ঠে ছড়ার ডাক, সাম্প্রদায়িকতা নিপাত যাক’ এই স্লোগান নিয়ে হচ্ছে এই উৎসব। কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদ এই উৎসবের আয়োজন করে। তিন দিনের এ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা শেষ হবে আগামী শনিবার।
গতকাল বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তিন দিনের নানা কর্মসূচির শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ ও ভারতের ছড়াকার, কবি, সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়।
ভারতের শিশু সাহিত্যিক তারাশংকর চক্রবর্তী এ ছড়া উৎসবে এসেছেন। তিনি বলেন, ‘এ দেশে যখন আসি তখন ভুলে যাই সীমানা প্রাচীর ও কাঁটাতারের বিভাজন। এ ছড়া উৎসব আমাদেরও প্রাণের স্পন্দন। কিশোরগঞ্জে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়সহ অনেক গুনি মানুষ জন্ম নিয়েছেন। এই ভূমিতে দাঁড়িয়ে আমরাও গর্ব অনুভব করি।’