হোম > ছাপা সংস্করণ

বৃষ্টিতে দুশ্চিন্তায় চাষি

চৌদ্দগ্রাম প্রতিনিধি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা দুই দিন বৃষ্টি হচ্ছে। এতে মাঠে কেটে রাখা আমন ধান ভিজে যাওয়ায় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস বলছে, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে গত এক সপ্তাহ ধরে কৃষকদের ধান কেটে বাড়িতে নেওয়ার পরামর্শ দিয়েছে তারা। এ জন্য যথেষ্ট প্রচার চালানো হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নে ১৮ হাজার ২৩৫ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। সপ্তাহ খানেক আগে থেকে কৃষক ধান কাটা শুরু করেছেন। তাঁরা ধান কেটে রোদে শুকানোর জন্য মাঠে রেখে দিয়েছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে দুই দিন ধরে চৌদ্দগ্রামে টানা বৃষ্টির কারণে কৃষক কাটা ধান বাড়িতে নিতে পারেননি। অনেক স্থানে মাঠে বৃষ্টির পানি জমে ধান তলিয়ে গেছে।

উপজেলার সোনাপুর গ্রামের কৃষক ছালেহ আহাম্মদ জানান, আকাশে রোদ থাকার সময় ২০ শতক জমির ধান কেটে রোদে শুকানোর জন্য মাঠে রেখে দিয়েছিলেন তিনি। কিন্তু এখন লাগাতার বৃষ্টির কারণে মাঠের ধানগুলো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

আলকরার বাকগ্রামের কৃষক সোলেমান জানান, তিনি এবার ৬০ শতক জমিতে আমন ধান চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। কৃষিশ্রমিক না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ধান কেটেছেন। কিন্তু তা ঘরে আনতে পারেননি। জমিতে রেখে দিয়েছেন। হঠাৎ রাতে বৃষ্টি হয়ে ধান ভিজে গেছে। খেতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ও বৃষ্টির আগাম তথ্য জানিয়ে আমরা এক সপ্তাহ ধরে কৃষকদের ধান কেটে বাড়িতে নেওয়ার পরামর্শ দিয়ে প্রচার চালিয়েছি। ইতিমধ্যে ৪০ ভাগ কৃষক ধান কেটে বাড়িতে নিয়েছেন। যাঁরা অসচেতন তাঁরা ধান কেটে মাঠে রেখে দিয়েছেন। মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানি জমাট হলে এতে করে কাটা ধানগুলো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ