গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ মানুষ চাকরি ছেড়েছে, যা আগের মাসের চেয়ে ৩ লাখ ৮২ হাজার বেশি। একই সময়ে দেশটির নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ১ কোটি ৬ লাখ, যা আগের মাসের তুলনায় ৫ লাখ কম হলেও ঐতিহাসিকভাবে বেশ ভালো। যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের গত মঙ্গলবার প্রকাশিত এক জরিপে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
তথ্যমতে, সবচেয়ে বেশি চাকরি ছেড়েছে হোটেল ও রেস্তোরাঁর কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে বেশি নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে ওই একই খাতে।
বিশেষজ্ঞরা বলছেন, চাকরি ছাড়ার চেয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির সংখ্যা যেহেতু বেশি, তাই ধরে নেওয়া যায়, তুলনামূলক ভালো চাকরির জন্যই মানুষ চাকরি ছাড়ছেন।
২০২০ সালে করোনা মহামারি শুরুর পর বিভিন্ন কোম্পানি যে পরিমাণ শ্রমিক ছাঁটাই করে, তার একটা বড় অংশ এখনো পূরণ হয়নি। যোগ্য লোক না পাওয়ায় নভেম্বরে বাজারটিতে ২ লাখ ১০ হাজার চাকরির পদ শূন্য থাকে।
অনেক ব্যবসায় প্রতিষ্ঠান এখনো কেন প্রয়োজনীয় লোক নিয়োগ দিতে পারছে না, তা নিয়ে বিভিন্ন মত রয়েছে। একদল অর্থনীতিবিদ মনে করেন, চাকরি থাকলেও করোনা আক্রান্ত হওয়ার ভয়ে অনেকে চাকরি নিচ্ছেন না।