কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি চার কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। গত বুধবার বিকেলে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। পরে সবার উপস্থিতিতে বুধবার রাতে শিলাইদহ ঘাট এলাকায় জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়।
মাহমুদুল হাসান বলেন, ‘ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলছে। এ মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যক্তি মাছ ধরার চেষ্টা করছেন। তবে এর বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।’