হোম > ছাপা সংস্করণ

আশেকের জামিন নামঞ্জুর

সিলেট সংবাদদাতা

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমদ হত্যা মামলায় গতকাল সোমবার শুনানির দিন ধার্য ছিল। এ দিন চার্জশিটভুক্ত দ্বিতীয় আসামি বরখাস্ত কারাবন্দী এএসআই আশেক এলাহির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া পলাতক আসামি নোমানের সম্পত্তি জব্দের বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ না করায় গতকাল হয়নি শুনানি।

এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এম এ ফজল চৌধুরী। তিনি বলেন, আসামি নোমানের সম্পত্তি জব্দের বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ না হওয়ায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুল মোমেনের আদালতে শুনানি হয়নি।

এম এ ফজল চৌধুরী আরও বলেন, চার্জশিটভুক্ত দ্বিতীয় আসামি বরখাস্ত হওয়া কারাবন্দী এএসআই আশেক এলাহির জামিন আবেদন করেছিলেন বিবাদীপক্ষের আইনজীবী। সেই আবেদন নামঞ্জুর করেছেন বিচারক। আগেও একবার (গত বছরের ১৫ সেপ্টেম্বর) আশেক এলাহির পক্ষে আদালতে জামিন আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। সেদিনও জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত।

এর আগে গত ২২ ডিসেম্বর রায়হান আহমদ হত্যা মামলায় পলাতক আসামি নোমানের অনুপস্থিতিতে বিচার শুরুর বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন সিলেটের অতিরিক্ত মুখ মহানগর হাকিম আমিরুল ইসলাম। ওই দিন বাদীপক্ষের আইনজীবী আবুল ফজল জানান, আদালতের নির্দেশে পুলিশ পলাতক নোমানের বাড়িতে তল্লাশি চালিয়ে কোনো মালামাল পায়নি।

২০২০ সালের ১১ অক্টোবর ভোরে নগরীর আখালিয়ার নেহারিপাড়ার যুবক রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে নির্যাতন করা হয়। এরপর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী পরদিন সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ