কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিন দিন পর এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে এ লাশ উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত বৃহস্পতিবার রাতে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মইজ উদ্দিন (৫০)। তিনি শান্তিপুর গ্রামের মলহাঁটি গ্রামের বাসিন্দা এবং সিংপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। গতকাল ভোরে ধনু নদীর ঘোরাদিঘা স্থানে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, মৃতদেহের মাথায়, ডান হাত ও ডান পায়ের ঊরুতে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় নিকলী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।