সিরাজগঞ্জের কামারখন্দে পৃথক অভিযান পরিচালনা করে মাদকসহ তিন ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার জেভসিস ফ্লাইওভার উচ্চবিদ্যালয়ের সামনে থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করা হয়।
অপরদিকে উপজেলার ভদ্রঘাটের বানিয়াগাতি এলাকা থেকে আড়াই কেজি গাঁজাসহ আরেক ব্যক্তিকে আটক করে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, সদর উপজেলার কড্ডা কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আলী (৫০), উপজেলার ভারাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের সাইফুল ইসলাম (৫০) ও কুড়িগ্রাম জেলার বাঁশজানী উপজেলার জুলহাস আলী (৪৫)।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, পৃথক অভিযান পরিচালনা করে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়।