রাঙামাটির নানিয়ারচরে চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে বিনা ভোটে জয়ী হয়েছেন ৯ প্রার্থী। উপজেলা নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা এ তথ্য জানিয়েছেন।
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের অংশ হিসেবে ২৬ ডিসেম্বর উপজেলার ৪ ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। এতে ২ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীসহ ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের পর ইতিমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে চলছে প্রচার শুরু করেছেন তাঁরা।
নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা জানান, নানিয়ারচর ইউপিতে বিনা ভোটে কেউ নির্বাচিত হননি। উপজেলার অন্য ইউপিগুলোর মধ্যে বিনা ভোটে নির্বাচিতরা হলেন বুড়িঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুরু রঞ্জন চাকমা ও ৯ নম্বর ওয়ার্ডের রঞ্জন বিকাশ চাকমা। সাবেক্ষং ইউপিতে সংরক্ষিত ২ নম্বর আসনের নারী সদস্য পদে রুমি চাকমা, সাধারণ সদস্য পদে ৫ নম্বর ওয়ার্ডের সাধা অতুল বিকাশ, ৬ নম্বর ওয়ার্ডের প্রীতি রঞ্জন দেওয়ান ও ৯ নম্বর ওয়ার্ডের রিপন চাকমা।
এ ছাড়া ঘিলাছড়ি ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর আসনের নারী সদস্য পদে মধুমিতা চাকমা, সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডের আলোময় চাকমা ও ৮ নম্বর ওয়ার্ডের অনল বিজয় চাকমা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।