বরগুনায় ঘুমন্ত অবস্থায় শাহজাহান কবির (৪২) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত মধ্যরাত আড়াইটার দিকে কেওড়াবুনিয়া ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শাহজাহান কবির (৪২) কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
স্বজনেরা জানান, রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন শাহজাহান। মধ্যরাত আড়াইটার দিকে ৫-৭ জনের কয়েকজন ঘরে ঢুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর শাহজাহানের মাথায় ও হাতে এলোপাতাড়ি কোপাতে থাকে। শাহজাহান জীবন বাঁচাতে পাশের ধানখেতে লুকিয়ে পড়েন। পরে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যান।
শাহজাহানের স্ত্রী সাথী আক্তার বলেন, ‘আমার স্বামী ইউনিয়ন রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ এই হামলা চালাতে পারে বলে আমাদের ধারণা।’
বরগুনা সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি এবং সদরের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে এখন পর্যন্ত অভিযোগ পাইনি।’