২০১৪ সালে ক্রাইমিয়া দখলের পর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খারাপ হতে শুরু করে। ইউক্রেনের সীমান্তে মস্কোর প্রায় ১ লাখ সৈন্য সমাবেশ নিয়ে তাদের সম্পর্ক সম্প্রতি আরও শোচনীয় হয়েছে। এ অবস্থায় গতকাল সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) শীর্ষ সম্মেলনে ইউরোপের জন্য নতুন নিরাপত্তা চুক্তি প্রস্তাব করেছে রাশিয়া। এটি অঞ্চলটিতে ন্যাটোর বিস্তার ঠেকাবে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
ওই অনুষ্ঠানের এক ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন ও লাভরভের মধ্যে বৈঠকের কথা রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা হয়নি। কিন্তু ইউক্রেনের স্বাধীনতা রক্ষার্থে ন্যাটো মিত্ররা সবকিছু করবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাকে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ব্লিনকেন। লাভরভের সঙ্গে বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এ মন্তব্য করেন।