হোম > ছাপা সংস্করণ

বাসে সাড়ে ৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

ফেনী প্রতিনিধি

ফেনীতে ৮ হাজার ৪৮০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়।

গতকাল বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল এলাকার আমানত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ইয়াবাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

ফেনী র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের লালপোল এলাকায় অবস্থান নেয় র‍্যাবের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেন্টমার্টিন গণপরিবহন নামের একটি বাসে তল্লাশি চালায় তারা। একপর্যায়ে বাসের সুপারভাইজার মো. বিলাস ও বাসচালকের সহকারী রিপন হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পরনের প্যান্টের পকেট এবং একটি ট্রাভেল ব্যাগ থেকে ৪৩টি নীল রঙের পলিজিপার প্যাকেট থেকে মোট ৮ হাজার ৪৮০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে আসামিদের গ্রেপ্তারসহ সেন্টমার্টিন প্লাস ঢাকা মেট্রো-ব-১৩-১৮১৮ বাসটি জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী আরও বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪২ লাখ ৪০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসের সুপারভাইজার ও হেলপার জানান পেশার আড়ালে তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার এলাকা থেকে ইয়াবা এনে ঢাকাসহ আশপাশের জেলায় বিক্রি করে আসছিলেন।

জুনায়েদ জাহেদী জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জব্দ মালামালসহ দুই আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আসামি মো. বিলাস ফরিদপুরের সালথা থানার এবং বাসচালকের সহকারী রিপন হোসেন যশোরের কোতোয়ালি থানার তেজরোল এলাকার বাসিন্দা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ