বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগে থাকছেন না আকরাম খান। গত পরশু তাঁর স্ত্রী সাবিনা ইসলাম ফেসবুক পোস্টে এই তথ্য জানান। গতকাল সংবাদমাধ্যমকে আকরাম ইঙ্গিত দিলেন গুঞ্জনটা মিথ্যে নয়।
পারিবারিক কারণে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা নিয়েছেন তিনি। অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেবেন তিনি। আকরাম বলেছেন, ‘তাঁর (নাজমুল) সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব, এখন আমি এ নিয়ে কিছুই বলতে চাই না। আমি তাঁর পরামর্শ অনুসরণ করব।’
কেন সরে দাঁড়াতে চান, এর ব্যাখ্যাও দিয়েছেন আকরাম, ‘পারিবারিক কারণেই (সরে যাচ্ছি)। যেহেতু আমি এখানে অনেক বছর ছিলাম। এখানে মানসিক ও শারীরিক শক্তির দরকার হয়। সব মিলিয়েই এই বিরতির সিদ্ধান্ত।’ বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিসিবির এই পরিচালক।