আওয়ামী লীগ সরকার পতনের পর সেই সময়ের নানা আলোচিত ইস্যু নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহ দেখাচ্ছেন নির্মাতারা। ইতিমধ্যে আয়নাঘর নিয়ে একাধিক সিনেমার নাম নিবন্ধন হয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতিতে। তালিকায় আছে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের নামও। ‘হারুনের ভাতের হোটেল’ শিরোনামে সিনেমার নিবন্ধন করেছেন অভিনেতা জাদু আজাদ। এবার জানা গেল, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের সিনেমাটি বানাবেন এম কে জামান। পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করেছেন পরিচালক।
এ বিষয়ে জানতে এম কে জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অনেক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে আমাদের দেশে। আমি মনে করি, খালেদা জিয়ার মতো ব্যক্তিত্বদের নিয়েও সিনেমা তৈরি হওয়া দরকার। সেই ইচ্ছা থেকে এ চলচ্চিত্রে যুক্ত হওয়া। তবে তাঁকে নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নতুন নয়। অনেক আগে থেকেই তাঁর জীবনী নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছিলাম।’
এম কে জামান বলেন, ‘খালেদা জিয়া আমাদের দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তাঁর জীবন বর্ণাঢ্যময়। সেই গল্পটাই পর্দায় দেখাতে চাই। ইতিমধ্যে অনেক তথ্য সংগ্রহ করেছি আমরা। চিত্রনাট্য লেখার কাজ চলছে। তিনজন অভিনয়শিল্পী অভিনয় করবেন তাঁর চরিত্রে। এখনো কাউকে চূড়ান্ত করিনি। তবে আমাদের পছন্দের তালিকায় আছেন ববিতা ও মৌসুমী।’
আগামী মাসেই মাদার অব ডেমোক্রেসি সিনেমার শুটিং শুরু করতে চান নির্মাতা। এ মাসের মধ্যে শেষ করতে চান চিত্রনাট্যের কাজ। আগামী মাসের শুরুতেই ববিতা ও মৌসুমীর সঙ্গে কথা বলতে চান। শিল্পীদের সম্মতি পেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন অভিনয়শিল্পীদের নাম। নির্মাতা জানিয়েছেন, টানা কাজ করে সিনেমাটি শেষ করতে চান। মাদার অব ডেমোক্রেসি প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।