চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে ছয় বছর আগে হওয়া অস্ত্র মামলায় আরও একজন সাক্ষ্য দিয়েছেন। লিটন ভট্টচার্য (৫৫) নামের ওই সাক্ষী ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হাটহাজারীর চারিয়া কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন। তিনি চট্টগ্রামের নাজিরহাট কলেজের সহকারী অধ্যাপক।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শারমিন জাহান এ সাক্ষ্য গ্রহণ করেন।
সাক্ষ্য দিতে গিয়ে লিটন ভট্টাচার্য বলেন, ‘ঘটনার দিন আমি ইউপি নির্বাচনে চারিয়া কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ছিলাম। সেদিন সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছিল। তবে বাইরে সামান্য গোলযোগ হয়েছিল।’ এ সময় আসামির কাঠগড়ায় থাকা নুরুল আজিম রনিকে তিনি চেনেন না বলে জানান। পাশাপাশি যে মামলায় তাঁকে সাক্ষী করা হয়েছে সে বিষয়ে কিছুই জানেন না বলে উল্লেখ করেন।
এর আগে গত বছরের ১৩ অক্টোবর এ মামলায় সাক্ষ্য দেন স্থানীয় ব্যবসায়ী মো. আফসার (৫৫) ও জাহাঙ্গীর আলম (৫২)। তাঁরাও ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে উল্লেখ করেছিলেন।
আসামির আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সাক্ষী প্রিসাইডিং কর্মকর্তার সাক্ষ্য আদালত গ্রহণ করেছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ মে ইউপি নির্বাচনের সময় হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ওই কেন্দ্রের পাশ থেকে অস্ত্র, গুলি ও ব্যালট পেপারে ব্যবহৃত একটি সিলসহ নুরুল আজিমকে আটক করে বিজিবি। পরে ভ্রাম্যমাণ আদালত ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে ইউপি নির্বাচন আইনে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে পুলিশ মামলা করে।
৩০ জুন জামিনে মুক্তি পান রনি। তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে হওয়া অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন চৌধুরী ওই বছরের ১৫ জুন আদালতে অভিযোগপত্র দেন। এতে বাদীসহ ২২ জনকে সাক্ষীর তালিকায় রাখা হয়। এর মধ্যে পুলিশ, বিজিবির সদস্যসহ একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও রয়েছেন। অস্ত্র মামলায় ২০১৭ সালের ৭ আগস্ট রনির বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়।