চোখভর্তি কাজল আর সিম্পল ব্লো ড্রাই করেই ঘরের বাইরে যেতে ভালোবাসেন পরিণীতি চোপড়া। তবে লুকের ব্যাপারে প্রচলিত ধারার বাইরে ভাবতেও ভয় পান না মোটেই। চুলে লাল রং করতে বা চোখে নীলাভ আইলাইনার টানতেও দ্বিধাবোধ করেন না তিনি। নিজেকে সুন্দর রাখতে আর যা যা করেন এই তারকা:
সূত্র: ভোগ ম্যাগাজিন