বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট পুনর্গণনার দাবিতে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম সরোয়ার শাহীন সংবাদ সম্মেলন করেছেন। গত রোববার বিকেলে বরগুনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার শাহীন জানান, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সরকার দলীয় প্রার্থী নাজমুল ইসলাম নাসির ও স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল প্রভাব খাঁটিয়ে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ঘোড়া প্রতীকের ভোট নষ্ট করেছেন।
শাহীন আরও বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমার নিজ এলাকার তিনটি ভোট কেন্দ্রে এবং স্বতন্ত্র প্রার্থী বারী বাদল তাঁর এলাকার তিনটি কেন্দ্রে প্রভাব খাঁটিয়ে আমার প্রাপ্ত ভোট ডাবল সিল মেরে নষ্ট করেছেন।’
গোলাম সরোয়ার কর্তৃপক্ষের কাছে ভোট পুনর্গণনার দাবি জানান। একই দাবিতে গত শনিবার রাত ৮টার দিকে অপর স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদলও সংবাদ সম্মেলন করেন। তিনিও দাবি করেন, বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গণনায় গরমিল হয়েছে।