জরির বাসায় দুজন বন্ধু এসেছে। একজনের নাম হৃদি, অন্যজন বকুল। তারা সবাই তৃতীয় শ্রেণিতে পড়ে। জরি ভাবছে হৃদি ও বকুলকে নিয়ে খেলবে। কিন্তু কোন খেলা খেলবে তাই ভাবছে জরি। সে চাইছে বসে বসে খেলা যায় এমন কিছু খেলার কথা। চট করে তার মনে হলো মজার একটা খেলার নাম। জরি তার দুই বন্ধুকে বলল, ‘তোমরা দুই হাত সামনে রাখো। আঙুলগুলো ছড়িয়ে দাও।’ জরিও তার বাম হাতের আঙুলগুলো মেলে দিল। এবার খেলা শুরু। জরি বলা শুরু করল, ‘চড়ুই পাখি বারোটা, ডিম পেড়েছে তেরোটা, একটা ডিম নষ্ট, চড়ুই পাখির কষ্ট।’
বলার সময় প্রতিটি শব্দ একেকটা আঙুলে পড়বে, অর্থাৎ চড়ুই শব্দটা যে আঙুলে, তার পরের আঙুলে পাখি, পরের আঙুলে বারোটা। কষ্ট শব্দটা যে আঙুলে পড়বে, সেটি ভাঁজ করে রাখতে হবে। কারণ, সে আঙুলটিকে আর গোনায় ধরা হবে না। আবারও গোনা শুরু হবে এবং কষ্ট শব্দটা যে আঙুলে পড়বে, সেটি ভাঁজ করে রাখতে হবে। এভাবে খেলা চলবে। একটি একটি করে আঙুল ভাঁজ করে রাখতে হবে। যার সবকটি আঙুল ভাঁজ হয়ে যাবে, সে হেরে যাবে। সবার শেষে যার একটি আঙুল ভাঁজ পড়া থেকে বেঁচে যাবে, সে হবে বিজয়ী। তুমিও তোমার বন্ধুদের সঙ্গে এ খেলাটি খেলতে পারো।