হোম > ছাপা সংস্করণ

টানা সাতবারের ইউপি সদস্য

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাব উপজেলার বাজনাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন আব্দুল হক খন্দকার (৬৯)। গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। এ নিয়ে টানা সপ্তম বারের মত তিনি ইউপি সদস্য নির্বাচিত হলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল হক খন্দকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ১৯৮০ সালে স্বেচ্ছায় চাকুরী থেকে অব্যহতি নিয়ে ১৯৮৪ সালে বাজনাব ইউপির ১নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হন তিনি। এরপর থেকে টানা সাত বার নির্বাচন করে ইউপি সদস্য পদে বিজয়ী হয়েছেন। তিনি দুই বার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ ভাবে বার বার নির্বাচিত হওয়ার রহস্য নিয়ে আব্দুল হক খন্দকার বলেন, ‘আমি জনগণের স্বার্থে কাজ করেছি। এলাকার রাস্তা ঘাটের উন্নয়নে কাজ করেছি। আমি সরকারের কাছ থেকে যা বরাদ্দ পেয়েছি, তা জনগণকে সঠিকভাবে বন্টন করেছি। জনগন আমাকে গরীবের বন্ধু মনে করে। জনগণের যে কোনো সমস্যায় আগের মতোই পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ