সেই আদ্দিকালে রাজা-বাদশারা ঝাড়বাতি ব্যবহার করতেন আভিজাত্যের প্রতীক হিসেবে। তাই সেগুলোতে ধুলো পড়তে থাকা মানেই ছিল ধীরে ধীরে আভিজাত্য আর ক্ষমতা হারিয়ে যাওয়ার আভাস। ঝাড়বাতি সব সময়ই ধনী মানুষদের পণ্য ছিল, এখনো আছে। অবশ্য এখন ঝাড়বাতির ব্যবহার অনেকটাই কমে এসেছে। তবে দামের দিক থেকে সেগুলো রয়ে গেছে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে।
৫. জিনোইস ক্রিস্টাল শ্যান্ডেলিয়ার
আঠারো শতকের নকশায় তৈরি এই ক্রিস্টালের ঝাড়বাতির দাম খুব বেশি ছিল না। ২০১০ সালে নিলামে উঠলে দ্বিগুণ দামে বিক্রি হয় প্যারিসে। এক সংগ্রাহক এটি ৬ লাখ ৭৭ হাজার ডলার বা ৫ কোটি ৮০ লাখ ৮৭ হাজার ৬৪৯ টাকায় কিনে নেন।
৪. দুম ক্রিস্টাল শ্যান্ডেলিয়ার
এতে আছে ৪৪৮টি ক্রিস্টালের গোলাপ ফুলের নকশা। দেখলে মনে হয় যেন আকাশ থেকে নেমে এসেছে সাদা ও লাল গোলাপের তোড়া। এই ঝাড়বাতির দাম ৬ লাখ ৮০ হাজার ডলার বা ৫ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার টাকা। এটি তৈরি করেছে ফ্রান্সের বিখ্যাত ক্রিস্টাল স্টুডিও দুম ক্রিস্টাল।
৩.ক্লাসিক্যাল ফ্রেঞ্চ ৪৮ ক্যান্ডেল শ্যান্ডেলিয়ার
ফ্রান্সের ভার্সাই প্রাসাদের ঝাড়বাতির অনুপ্রেরণায় তৈরি এ ঝাড়বাতিতে ৪৮টি মোমবাতি আছে। পুরো ঝাড়বাতি কাচ ও ব্রোঞ্জের তৈরি। রাজকীয় ঝাড়বাতিটির ওজন ২৭৫ কেজি। দাম ৭ লাখ ৪০ হাজার ডলার বা ৬ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার টাকা। এটি এখন যুক্তরাজ্যের সাউথউইকে রয়েছে।
২. সেলভিয়াতি শ্যান্ডেলার
ক্রিস্টাল গ্লাসের তৈরি এ ঝাড়বাতির নকশাকার জুলিও সেলভিয়াতি। এটি তৈরি করা হয় উনিশ শতকে। এই নকশার আর কোনো ঝাড়বাতি কোথাও তৈরি হয়নি। এর দাম প্রায় ১০ লাখ ডলার বা ৮ কোটি ৫৮ লাখ টাকা। বর্তমানে এটি ইতালিতে রয়েছে।
১. কুয়েতি মল শ্যান্ডেলিয়ার
এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে দামি ঝাড়বাতি। একসময় কুয়েতের বিলাসবহুল শপিং মলে ঝোলানো ছিল এটি। দুর্ঘটনাবশত এক কিশোর জুতা ছুড়ে মারলে এটি ভেঙে যায়। এখন আর এর অস্তিত্ব নেই। এর দাম ছিল ১৮ লাখ ডলার বা ১৫ কোটি ৪৪ লাখ ৪২ হাজার টাকা।
সূত্র: লাইফ হ্যাক