চীনের জিনজিয়াং প্রদেশ থেকে পণ্য আমদানি নিষিদ্ধে যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হওয়া বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়েছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার বাইডেন এই আইনে স্বাক্ষর করেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
‘উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট’ নামের এই আইন মূলত উইঘুরদের প্রতি বেইজিংয়ের আচরণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপেরই অংশ, যাকে ‘গণহত্যা’ বলে চিহ্নিত করেছে ওয়াশিংটন। তবে বিতর্কিত এই ইস্যুতে বাইডেন প্রশাসনের এমন পদক্ষেপ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
যুক্তরাষ্ট্র বলছে, জিনজিয়াংয়ের বন্দী শিবিরগুলোতে আটক উইঘুরদের ব্যবহার করা হচ্ছে ক্রীতদাস হিসেবে।