কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ চত্বরে পানি শোধনাগার স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এটি স্থাপন করা হয়।
লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে ৯ লাখ ৯৬ হাজার ২১২ টাকা ব্যয় আড়াই হাজার শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী ও অভিভাবকদের জন্য বন্যা সহনশীল পানি শোধনাগার নলকূপ স্থাপন করা হয়েছে।
শোধনাগার স্থাপনের সময় উপস্থিত ছিলেন দাঁতভাঙ্গা ইউপির চেয়ারম্যান এসএম রেজাউল করিম, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব ও আবুল হোসেন, দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বদিউজ্জামান, প্রভাষক আলমগীর হোসেন, ইউপি সচিব রোকনুজ্জামান, লজিক প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নজরুল ইসলাম, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সাহেদ হোসেন, সুমনা পারভীন প্রমুখ।।