নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সাত মামলায় গ্রেপ্তার হয়েছেন বগুড়ায় জেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক (৪৯)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের ফুলবাড়ি তালুকদার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবদুর রাজ্জাক ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার বাসিন্দা ও বগুড়া জেলা পশ্চিম জামায়াতের আমির।
পুলিশ জানায়, এই জামায়াত নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে সাত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ সকাল ১০টায় তাঁকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে জানান, আমির আবদুর রাজ্জাককে আদালতে পাঠানো হয়েছে।