ইজিবাইকের ধাক্কায় বাবার হাত থেকে পড়ে রোহান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৪ মাস বয়সী শিশু রোহানের মৃত্যুর ঘটনায় ইজিবাইকটি আটক করে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে কোটচাঁদপুরের গুড়পাড়া গ্রামের বকসিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর পিতা রাশেদ মোল্ল্যা বলেন, মঙ্গলবার সকালে কোটচাঁদপুর পৌরসভার নওদাগা গ্রামে বেড়াতে যাই। বিকেলে একটি ইজিবাইকে করে বাড়ি ফিরছিলাম। পথে বকসিপুর নামক স্থানে আসার পর পেছন থেকে আরেকটি ইজিবাইক এসে ধাক্কা দেয়। এ সময় ছেলে রোহান হাত থেকে নিচে পড়ে যায়।
রাশেদ মোল্ল্যা আরও বলেন, পড়ে গিয়ে রোহান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে দেখে যশোর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে যাওয়ার পরেও রোহানকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে যাওয়ার পর তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে গুড়পাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক ডাবলুল হক বলেন, ওই ঘটনায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গেছে। এ কারণে ইজিবাইকটি ছেড়ে দেওয়া হয়েছে।